আপীল খারিজ, ব্রিটেনে ফিরতে পারবে না শামীমা!

শাকির হোসাইন:

আপীল খারিজ, ব্রিটেনে ফিরতে পারবে না শামীমা!

আইএস বধু হিসেবে পরিচিত শামীমা বেগমের বৃটিশ নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্যের আপীল বিভাগ। শুক্রবার সকালে মহিলা প্রধান বিচারপতি ব্যারনেস স্যু কার শামীমার আপীল খারিজ করে দেন। এরফলে সরকারের দেয়া সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণ হলো। এই রায়ের ফলে শামীমা তার জন্মভূমি যুক্তরাজ্যে আর ফিরতে পারবে না। প্রধান বিচারপতি ব্যারনেস স্যু কার বলেন, শামীমা নিজেই তার দুর্ভাগ্যের রচয়িতা।

২০১৫ সালে শামীমা সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠেন যখন, মাত্র পনেরো বছর বয়সে, ইসলামিক স্টেট গ্রুপে যোগ দিতে সিরিয়া যাওয়ার জন্য লন্ডনে তার বাড়ি ছেড়েছিলেন।

ভিডিও দেখতে ক্লিক করুন:
https://youtu.be/Hh3_jnB_Qm4

হোম অফিসে যুক্তি শামীমার ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই কারণ দেখিয়ে ততকালীন স্বরাষ্ট মন্ত্রী সাজিদ জাভিদ তাঁর নাগরিকত্ব বাতিল করে দেন। এরপর থেকে শামীমা আদালতের দ্বারস্থ হন।

রায়ে বিচারকরা বলেছেন যে শামীমা যৌন শোষণ এবং পাচারের শিকার হয়েছেন এমন উদ্বেগের আগে জাতীয় নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র সচিবের দেখভালের অধিকার রয়েছে।

এদিকে হোম অফিসের পক্ষ থেকে আপীল বিভাগের এই রায়ে সন্তোষ জানিয়ে বলা হয়েছে "আমাদের অগ্রাধিকার যুক্তরাজ্যের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখা এবং আমরা এটি করার ক্ষেত্রে যে কোনও সিদ্ধান্তকে দৃঢ়ভাবে রক্ষা করব"।