ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নিহত ৫ জন, গ্রেপ্তার ৩!

শাকির হোসাইন:

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নিহত ৫ জন, গ্রেপ্তার ৩!

বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে একটি ইংলিশ চ্যানেল। শক্তিশালী স্রোত থাকায় ছোট নৌকাগুলোর জন্য এই চ্যানেল পাড়ি দেওয়া অত্যন্ত বিপজ্জনক। কিন্তু ভাগ্য পরিবর্তনের আশায় এই রুটে যুক্তরাজ্যে প্রবেশ করে শতশত অভিবাসিরা। কেউ পারে আর কেউ চিরতরে হারিয়ে যায় সাগরের বুকে।

২৩ এপ্রিল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দিতে গিয়ে ৫ জন নিহত হয়েছেন। ফ্রান্সের উইমেরুক্স নামক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১০০ জনকে। এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ জানিয়েছে, নিহতের ঘটনায় ৩ সুদানিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানায়, সাত বছর বয়সী এক শিশু ও এক নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের এক মুখপাত্র বলেছেন, আরও মানুষের সন্ধানে সমুদ্রে উদ্ধার অভিযান চলছে। ফ্রান্সের পত্রিকা জানিয়েছে, মঙ্গলবারের প্রথম দিকে প্রায় ১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এই অভিযানে অংশ নিয়েছিল তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উদ্ধারকারী নৌকা।

বিগত বছরগুলোতে যুদ্ধ এবং দারিদ্র্য কবলিত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে পালিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন কয়েকহাজার অভিবাসী।