ঐতিহাসিক ট্রাফেলগার স্কয়ারে ঈদ উদযাপন!

শাকির হোসাইন:

ঐতিহাসিক ট্রাফেলগার স্কয়ারে ঈদ উদযাপন!
ঐতিহাসিক ট্রাফেলগার স্কয়ারে ঈদ উদযাপন!

মুসলমানদের ২য় বৃহত্তম উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে লন্ডন মেয়রের উদ্যোগে ঐতিহাসিক ট্রাফেলগার স্কয়ারে অনুষ্ঠিত হলো ঈদ ইন স্কয়ার। গত ১৯ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উদ্দেশ্য হলো বিশ্বের সকল মুসলমানদের এক জায়গায় জড়ো করে ঈদ সেলিব্রেশন। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার এবং বিভিন্ন বর্ণের প্রায় ৩০ হাজার মানুষ এখানে সমবেত হন। আজ শনিবারও এর ব্যতিক্রম হয়নি।

স্টেজে বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার ব্যবস্থা ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।

আর অংশ নেয়া স্টল গুলোতে নিজ বিভিন্ন দেশের খাবারের স্বাদ নিতে ভুলেননি আগতরা।

বলা যায় লন্ডনে মুসলমানদের সবচেয়ে বড় পারিবারিক ঈদ উদযাপনের ব্যবস্থাও এটি। অনেকে নিজের পরিবারের সবাইকে নিয়ে হাজির হয়েছেন এখানে। আনিয়েছেন বন্ধুদের পরিবারকেও।