কেয়ার ভিসায় ইউকেতে স্থায়ী হওয়ার পথ বন্ধ!

এই সুপারিশগুলোর অন্যতম একটি হলো কেয়ার সেক্টরে যারা আসবেন তাদেরকে আইএলআর বা সেটেলমেন্ট হতে না দেয়া।

কেয়ার ভিসায় ইউকেতে স্থায়ী হওয়ার পথ বন্ধ!

শাকির হোসাইন, লন্ডন

ইউকে কেয়ার সেক্টরে এক্সপ্লোরেশন বন্ধ করার জন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে।

এছাড়া আরো বেশ কিছু সুপারিশ তারা করেছেন।

এই সুপারিশ বাস্তবায়ন হলে এটি হবে সুনাক গভমেন্টের জন্য সবচাইতে নির্দয় একটি সিদ্ধান্ত এমনটি মনে করছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।

অন্য সুপারিশ গুলোর একটি হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটিং কমিয়ে দেশের ভেতরে অন্যান্য ভিসা থেকে এই ভিসায় সুইচ করার সুযোগ দেয়া।

মাইগ্রেশন এডভাইজারি কমিটি গত ১৩ ডিসেম্বর হোম অফিসের কাছে এই সংক্রান্ত সুপারিশ মালা দিয়েছে এবং অফিস তাদের নিজস্ব ওয়েব সাইটে সেটি আপলোড করেছে।এখানে বলে রাখা ভালো যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি হচ্ছে সেই কমিটির যে কমিটির সুপারিশের ভিত্তিতে যুক্তরাজ্য হোম অফিস বিভিন্ন পলিসি গ্রহণ করে।

তাই নিঃসন্দেহে বলা যায় এই ধরনের সুপারিশ সরকার বাস্তবায়নে কার্পণ্য করবে না কিংবা পিছপা হবে না। এবং এমন সিদ্ধান্ত খুব সহসাই সরকার নিয়ে নিতে পারে বলে মনে করেন লন্ডনের সলিসিটার এডভোকেট মোঃ মাহবুবুর রহমান।

বিস্তারিত দেখতে ক্লিক করুন নিচের লিংকে

https://youtu.be/Vp3qvZ6-lDE?si=8faPwLKXGHUeRtmW