জাতিকে নিয়ে এতো উপহাস কেন?

মোঃ নিজাম উদ্দিন

জাতিকে নিয়ে এতো উপহাস কেন?


বানর থেকে আমরা মানুষ হয়েছি, শরিফ থেকে হয়েছে শরিফা। খেজুর না খেয়ে বরই খাবেন। বেগুনের বদলে মিষ্টি কুমড়া, ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখো, সরকারের তরফ থেকে জাতির জন্য চমৎকার নসিহত। অনেক জায়গায় নোটিশ দিয়ে ইফতার নিষিদ্ধ করা হচ্ছে। চাঁদাবাজি, দূর্ণীতি বন্ধের উদ্যোগ তো চোখে পড়ে না। রমজান মাস আসলেই নিত্য পণ্য তো লাগামহীন, তাই কোন এক ঈদের জামাতে এক মন্ত্রী বেসামাল হয়ে বলেছিলেন ঈদের জানাজার নামাজ। অনেক হুজুর আলেম সাহেব বিবেক বন্ধক দিয়ে জয় বাংলায় অতি ব্যস্ত তাই রমজান মাসে স্কুল খোলা। এসবের আলামত মুসলমানদের জন্য অশনি সংকেত। কোরবানির ঈদে পশুর চামড়ার দাম নেই বললেই চলে, কারণ পশুর চামড়া বা তার মুল্য অনেক মাদ্রাসার গরীব ফান্ডে দেওয়া হতো তাই সুকৌশলে মুল্য হারিয়ে গেছে। অন্যদিকে স্বামী রাষ্ট্রকে বুঝাতে চাইছেন মুসলমানদের ধর্মে কর্মে আঘাত করতেছি। দেখেন না! স্কুল বন্ধ করিনি! কারণ কি জানেন? স্কুল বন্ধ করলে মুসলমান ছেলে মেয়েরা একমাস বিশুদ্ধ কোরআন শিক্ষায় খুব মনোযোগি হয়, তাই এবার থেকে স্কুল খোলা রেখেছি। দেখেন নাই! হুজুররা বিসমিল্লাহ হিরহামানির রাহীম লিখে নৌকার ক্যালিওগ্রাফি করে উপহার দেয়। কতিত হুজুররা তোষামোদিতে বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশটাকে স্বাধীন করতে ত্রিশ লক্ষ লোক জীবন দিলো, ঢাকা বিমান বন্দরে উড়োজাহাজ গেইটে লিখা "শেখ মুজিবের দেশে" আপনাকে স্বাগতম। বাহ্ খুব চমৎকার, তাই না! একজনের বিশালত্ব বুঝাতে গিয়ে, রীতিমতো বাংলাদেশটাকে আড়াল করা হচ্ছে। 
খুব বেশি দুরে নয়, ঘুম থেকে একদিন জেগে দেখবেন আমাদের প্রিয় "বাংলাদেশ" চুরি হয়ে গেছে। না হয় বাংলাদেশ শব্দটা আধিপত্যবাদের গহব্বরে বিলিন হয়ে গেছে। সীমান্তে প্রায়সই আমাদের বিজিবি সৈনিকরা গুলিবিদ্ধ হচ্ছে, মারা যাচ্ছে। প্রতিবাদ তো খুব বেশি একটা চোখে পড়ে না? ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকে, ক্ষমতায় টিকে থাকতে স্বামী রাষ্ট্রকে খুশি করতে পুরো রাষ্ট্র যন্ত্র অসহায়। হে স্বাধীনতা তুমি কেন এসেছিলে এই বাঙলায়?

লেখকঃ মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ ছাতক ও যুগ্ম সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি।