ডেভিড ক্যামেরন ৬ বছর পর সরকারে!

ডেভিড ক্যামেরন ৬ বছর পর সরকারে!

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বছর পর সরকারে আবার ফিরে আসলেন তবে এবার প্রধানমন্ত্রী হয়ে নয়ঋষি সুনাকের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে।

এটি কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই এঘটনা ঘটেছে ১০ নাম্বার ডাউনিংস্ট্রিটে। টরি পার্টির ডানপন্থি অংশের নেত্রী সুয়েলাব্রেভারম্যান পুলিশের বিরুদ্ধে পত্রিকা নিবন্ধ লিখে চরম সমালোচনার মুখে পড়লে ঋষি সুনাক সোমবার সকালে স্বরাস্ট্রমন্ত্রী থেকেতাকে বরখাস্ত করেন।

জনপ্রিয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ব্রেক্সিট ইস্যুতে হ্যা না ভোটে পরাজিত হলে তিনি পদত্যাগ করেন।

১০ ডাউনিং স্ট্রিটে গত ছয় বছরে অনেক বাসিন্দা পরিবর্তন হলেও আবারো তিনি মূল আলোচনা চলে আসেন ঋষি সুনাকেরনেয়া ড্রামাটিক সিদ্ধান্তে।