“ব্রিটিশ বিনিয়োগকারীরা ফার্স্ট ট্র্যাক সুবিধা পাবেন”

শাকির হোসাইন:

“ব্রিটিশ বিনিয়োগকারীরা ফার্স্ট ট্র্যাক সুবিধা পাবেন”

ইংল্যান্ডের পিটারবড়া থেকে নির্বাচিত কনজারভেটিভ দলীয় এমপি  পল বিস্তাহ বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। তিনবার বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন বাংলাদেশে বিনিয়োগের আরো অনেক সুযোগ রয়েছে।

৩০ এপ্রিল ব্রিটিশ পার্লামেন্টে কমনওয়েল এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল  আয়োজিত একমত বিনিময় সভায় এ কথা বলেন সিলেটের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্য সুবিধা আরো সম্প্রসারণ করতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্যে ব্রিটিশ বাংলাদেশীদের আরো এগিয়ে আসার আহ্বান জানান হাবিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগকারীদের ফার্স্ট ট্র্যাক সুবিধা দেয়ার কথা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন কমনওয়েল এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের অ্যাডভাইজার জিল্লুর হোসেন এমবিই।

সভায় ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ছাড়াও কমনওয়েলথ ইনভেস্টমেন্ট এন্ড কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।