লন্ডনে সাদিক খাঁনের হ্যাট্রিক!

শাকির হোসাইন:

লন্ডনে সাদিক খাঁনের হ্যাট্রিক!

ঐতিহাসিক জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। এমন এক সময় মি. খাঁন নির্বাচনে জয় পেলেন যখন গাজার মানুষের উপর ইজরায়েলী বর্বর বাহিনীর গণহত্যার প্রতিবাদে মানুষ লন্ডনে প্রতি সপ্তাহে প্রতিবাদ চালাচ্ছেন। মি. খাঁনের দল লেবার পার্টির লিডার স্যার কিয়ার স্টারমার ইসরাইলপন্থী ভূমিকায় থাকলেও মি: খান ছিলেন সিজফায়ারের পক্ষে। এ থেকে স্পষ্টত অনুধাবন করা যাচ্ছে যে সিজফায়ারের পক্ষে থাকায় মি: খাঁন অধিক সংখ্যক ভোট নিজের করায়ত্ব করতে সমর্থ হয়েছেন।

চূড়ান্ত ফলাফলে দেখা যায় লন্ডনের ১৪টি নির্বাচনী এলাকার মধ্যে মোট ভোট পড়েছে ২৪ লক্ষ ৮৪৪৩২। এরমধ্যে মিঃ খাঁন পেয়েছেন মোট ১০ লক্ষ ৮৮২২৫ ভোট। যা মোট ভোটের ৪৩.৭%। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের সুসান হল পেয়েছেন ৮ লক্ষ ১১৫১৮ ভোট। যা মোট ভোটের ৩২.৬% ।

পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার কয়েকজন ভোটার এবিনিউজ কে বলেন সাদিক খানের বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচি পর্যন্ত পালন করেছেন কিন্তু সম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজার মানুষের প্রতি তার যে সহানুভূতি সেটির কারণে তারা এবারও তাকেই ভোট দিয়েছেন।