সাইনে আটক ব্যক্তিদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা !

শাকির হোসাইন:

সাইনে আটক ব্যক্তিদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা !

অপারেশন ভেক্টর নামে একটি অভিযান শুরু করেছে যুক্তরাজ্যের হোম অফিস। যে অভিযান লন্ডন থেকে ম্যানচেস্টার কিংবা কার্ডিফ থেকে গ্লাসগো কোন জায়গায়ই বাদ যাচ্ছে না। যেখানে হোম অফিসের টার্গেটকৃত কিছু এ্যাসাইলাম সিকার রয়েছেন এবং যাদেরকে তারা মনে করেন রুয়ান্ডাতে পাঠানোর যোগ্য তাদেরকেই আটকের চেস্টা করা হচ্ছে। আর সেই সংখ্যাটি কমপক্ষে ৫০০ জন হতে পারে বলে জানা গেছে। এখন হোম অফিস সরকারের রুয়ান্ডা ফ্লাইট ছাড়ার পর্যাপ্ত সিট পুরণের আপ্রাণ করছে। এজন্যে এখন ইমিগ্রেশন রিপোর্টিং সেন্টারে সাইন দিতে যাওয়া লোকদেরও আটক করছে তারা।

এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম গুলো জানাচ্ছে হোম অফিসের এই সিদ্ধান্তের বিপরীতে এসাইলাম শিকার অথবা তাদের আত্মীয়-স্বজনরা বিভিন্ন whatsapp গ্রুপের মাধ্যমে হোম অফিসের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন এবং অন্তত দু জায়গায় হোম অফিসের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য তারা চেষ্টা করেছেন। বিশেষ করে লন্ডনের ইটন  হাউস হাউস এবং পেকহামে।

গার্ডিয়ান এর এক প্রতিবেদনে দেখা যায় হাউজগুলোতে অবস্থিত ইটন হাউসে একজন লোক অফিসের নির্ধারিত কাহিনী নিয়ে গেলে তাকে আটক করা হয় এবং বলা হয় তাকে ওয়ানডেতে পাঠানো হবে বাইরে অবস্থানরত তার ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন প্রার্থীদের সাহায্য চান এবং তার তাকে নিয়ে যাওয়া করতে সাহায্যের জন্য অনুরোধ করেন।

এদিকে বিবিসি জানিয়েছে পেক হ্যাম কোচের গতিরোধ করে যারা দাঁড়িয়ে ছিলেন তার মধ্য থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদানের অভিযুক্ত দন্ত করা হচ্ছে।