ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন ২৭ জুলাই

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন ২৭ জুলাই

2025-07-13  Ab News  393 views
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন ২৭ জুলাই

যুক্তরাজ্যে বাংলাদেশী মিডিয়াকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১২ জুলাই রাতে আহবায়ক কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয় এই সিদ্ধান্ত। 

তফসিল অনুযায়ী, 

পূর্ণ সদস্যপদ গ্রহণের শেষ সময় ২০ জুলাই রাত ১০ টা পর্যন্ত । 

২১ জুলাই নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম শুরু এবং ভোটার তালিকা প্রকাশ। 

২২ জুলাই মনোনয়নপত্র দাখিল রাত ১০ টা পর্যন্ত , ২৩ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই রাত ১০ টা পর্যন্ত, ২৪ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার রাত ১০ টা পর্যন্ত এবং ২৭ জুলাই ভোটগ্রহণ সন্ধ্যা ৬-৯ টা পর্যন্ত ও ফলাফল প্রকাশ। 

ক্লাব পরিচালনায় ১১ টি পদের জন্যে যেকোন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রত‍্যেক পদের জন্যে মনোনয়নপত্র ফি একশ পাউন্ড ধার্য করা হয়েছে। শিগগিরই নির্বাচন পরিচালনা কমিটি ও ক্লাব কর্মকর্তাদের পদের বিবরণ ক্লাবের গ্রুপে দেয়া হবে। 


 


 


 


Share: