ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / লন্ডনে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশনের পিকনিক

লন্ডনে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশনের পিকনিক

2025-09-07  Ab News  654 views
লন্ডনে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশনের পিকনিক

লন্ডনে প্রকৃতির সান্নিধ্যে অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সংগঠন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন (জুয়াক) এর বার্ষিক পিকনিক।
শনিবার লন্ডনের হেইনাল্ট কান্ট্রি পার্কে অনুষ্ঠিত হয় এই মিলনমেলার আয়োজন। শতাধিক প্রাক্তন ও তাদের পরিবার দুপুর  বারোটার পর থেকেই একে একে সবাই আসতে থাকে নির্ধারিত স্থানে । শুরু হয়ে যায় আড্ডা গল্প। জুয়াকের প্রতিটি সদস্য আমরা  একটি বৃহৎ পরিবারের অংশ । বিলেতে আমাদের সম্পর্ক শুধু আনুষ্ঠানিকতার মাঝে আটকে নেই । আমরা সকলের সুখে দুঃখে একে অন্যের পাশে দাড়াই । বাড়িয়ে দেই সহমর্মিতার হাত ।  

d3ffafbd-23f4-4b01-8610-ff7795b3d8af.jpeg


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যারা আছেন তারা পরম স্নেহে আমাদের আগলে রাখেন । আর ছোট যারা আছে তারাও যথাযথ সম্মান করেন বড়দের । এ যেন এক অলিখিত বন্ধন ।  বিলেতে থেকেও জুয়াকের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক অত্যন্ত নিবিড় । প্রায় যুগ ধরে বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করা হয় জুয়াকের পক্ষ থেকে ।  
সবাই মিলে পেটপুরে পোলাও ,রোস্ট, রেজালা, ডাল সহ হয় ভূরিভোজন । সাথে ছিল বরই আর আপেলের আচার । শেষ পাতে ঘরে পাতা মিষ্টিদই খাওয়া শেষ করে, মিষ্টি পান চিবুতে চিবুতে সবাই মিলে মেতে উঠে গল্প কথায় । খোলামেলা পরিবেশে আড্ডাটা একটু  বেশি জমে । আর এই আড্ডাকে আরো জমিয়ে তোলে চেনা গানের সুর  । জুয়াকের সেক্রেটারি আলিম আল রাজি যথারীতি তার গানের মূর্ছনায় বিমোহিত করে রাখে সবাইকে । দূর পরবাসের এই পার্ক যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টের সুপারি তলা  । সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জাকিয়া তাসনিম, সুমি আমিন, পান্না ইকবাল, রুমানা তুলি, এনি জামান, নুরজাহান মুন্না  এবং নিপা । আমাদের পরের প্রজন্ম ও কম যায়না । তাদের জন্য ছিল স্কোর দা গোল খেলা । বাচ্চারা ছোট গোলপোস্ট লক্ষ্য করে বল দিলে গোল করার  প্রতিযোগিতায় অংশ নেয় । আরিয়ান, জোহান, জাহিন, মহসিন, ওয়ারিযা, ওয়াসিফা, অসাধারন পারফরমেন্স মুগ্ধ করে উপস্থিত সবাইকে ।        
তবে সবচেয়ে আকাঙ্খিত খেলা ছিল মিউজিকের তালে তালে মেয়েদের বালিশ খেলা । সর্বোচ্চ  সংখ্যক অংশগ্রহণকারী ছিল এই ইভেন্টে । তুমুল প্রতিযোগিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম স্থান অর্জন করে  সাবিয়া , দ্বিতীয় স্থান অর্জন করেন মুন্নি, তৃতীয় হয় আনিকা।    
ছেলেদের জন্য ছিল হিট দা ক্যান গেইম । ক্রিকেট বল দিয়ে লক্ষ্যভেদের এই খেলায় প্রথম হন সিকান্দার আলি সিকো, দ্বিতীয় হয় শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, তৃতীয় স্থান লাভ করে মুফাক্কারুল রহমান সৈকত ।  খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়  ।    
মজার মজার খেলা গান, নাচ, খাওয়া দাওয়া শেষে আসে আরেক আকর্ষণ ঝালমুড়ি চানাচুর মাখা ।  আহা! সেই স্বাদ । পেঁয়াজ, মরিচ আর ধনে পাতা দিয়ে খাঁটি সরিষা তেলে মাখানো ঝালমুড়ির স্বাদ  জিবে লেগে আছে এখনো ।    
পিকনিকে আগত সকলকে  শুভেচ্ছা জানান জুয়াকের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবা জেবিন । সাধারন সম্পাদক আলিম আল রাজির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল হোসেন । শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারন করেন রানা ইসলাম, রুবিনা আক্তার রেখা,  সিনা আকন্দ , হাবিবে আলম চৌধুরী, ওয়াকারুল আমিন রনি , হাবিবে আলম, আশরাফুল আলম, সিকান্দার আলি সিকো , ডঃ আসমা পারভিন, মহিউদ্দিন টিপু , আনিসুর রহমান, মুকিত শামস জয়,  ফারহানা ইয়াসমিন  চমন,  ইফতেখার ইফতি , ফারহানা খান একা, নীলিমা আহমেদ, আমান ভুঁইয়া, শারমিন লুনা, বুলবুল আহমেদ , শফিকুজ্জামান চৌধুরী জাবেদ,  রায়হানুর রহমান গ্রিন, মুফাক্কারুল রহমান সৈকত, হুমাইরা সুলতানা মৌরী, সুস্মিতা জ্যাবিন, মাহামুদুল হাসান অয়ন , জান্নাতুন নেসা চয়ন, রাশেদ রহমান, নিশি সহ আরো অনেকে ।


Share: