ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / লন্ডনে শিক্ষক দম্পতিকে সংবর্ধনা দিলো প্রাক্তন শিক্ষার্থীরা

লন্ডনে শিক্ষক দম্পতিকে সংবর্ধনা দিলো প্রাক্তন শিক্ষার্থীরা

2025-02-27  Ab News  307 views
লন্ডনে শিক্ষক দম্পতিকে সংবর্ধনা দিলো প্রাক্তন শিক্ষার্থীরা

আব্দুল্লাহ আল তারিক:

লন্ডন সফররত ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রাক্তন অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমদ ও তাঁর সহধর্মিণী অবসরপ্রাপ্ত অধ্যাপিকা শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা।  

২৫ ফেব্রুয়ারি ২০২৫, পূর্ব লন্ডনের হোয়াইটচ‍্যাপেলের এই রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

IMG_2612
 

কলেজের প্রাক্তন ছাত্র মইনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধিত অতিথি সাবেক অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমদ বলেন, লন্ডনে এভাবে তাঁকে সম্মান জানানোর জন্যে সাবেক ছাত্রদের প্রতি ভালোবাসা জানিয়েছেন । একই সাথে ওপর সংবর্ধিত অতিথি কলেজ থেকে সদ‍্য অবসরপ্রাপ্ত অধ‍্যাপিকা শামসুন নাহার বেগম শিক্ষকতা জীবনের নানা সুখস্মৃতি তুলে ধরেন । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইম উদ্দিন। এরপর ফুল দিয়ে বরণ করা হয় প্রিয় শিক্ষকদ্বয়কে। বক্তৃতা পর্বের পর তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা।  

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য আশিকুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক খলিলুর রহমান।  

 

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নাদির আলম, শামীম আহমেদ, মুক্তার আহমেদ, নিজাম উদ্দিন, মতিউর রহমান মতিন, আবদুল ওয়াদুদ তুহিন, মাহমুদ আলী, জাকির হোসেন সেলিম, শওকত আলী, চান মিয়া, আবু শহিদ লিলু, আবদুল বাছিত লিমন, আবু শহিদ, নুরুল হক, ওবায়দুর রহমান, মিছবাহু জামান, খালেদ আহমেদ, আব্দুর রকিব, মুজিবুর রহমান ফাহিম, সালেহ আহমেদ, মতি রহমান, কুতুবুজামান শামীম, নাজমুল হক শাহিন, জাহাঙ্গীর আলম শিমু, কয়সর আহমেদ, রুহেল মিয়া, মুজাহিদ রহমান, এমরান আহমেদ, ইকবাল আহমেদ, সুহেদ আহমেদ, সদরুল ইসলাম লুকমান, কামাল আহমেদ, নুমান আহমেদ, আনসার আহমেদ, ইকবাল হুসেন অন‍্যদের মধ‍্যে স্মৃতিচারণ করে বক্তব্য দেন।  

এছাড়া আবু হেলাল, শরীফ উল্লাহ তালুকদার সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাকির হোসাইন।  


Share: