ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / বারকিংয়ের সেই তিন কাউন্সিলর গ্রীণপার্টিতে

বারকিংয়ের সেই তিন কাউন্সিলর গ্রীণপার্টিতে

2025-09-18  AB NEWS UK  171 views
বারকিংয়ের সেই তিন কাউন্সিলর গ্রীণপার্টিতে

শাকির হোসাইন:

যুক্তরাজ‍্যে রাজনীতিতে লেবার পার্টি শুধুমাত্র ফিলিস্তিন ইস্যুতে ব‍্যাপক জনপ্রিয়তা হারিয়েছে। এছাড়া দলটি বেসামাল হয়ে পড়েছে বেনেফিট ইস্যুতেও। সম্প্রতি এই ধাক্কা লেগেছে ইস্ট লন্ডনের রাজনীতিতে। লেবার পার্টি থেকে পদত্যাগ করা বারকিং এন্ড ডাগেনহ্যামের সাবেক মেয়র ও তিনবারের কাউন্সিলর মইন কাদরী, সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর ফারুক চৌধুরী এবং ভিক্টোরিয়া হর্নবি যোগ দিয়েছেন গ্রীন পার্টিতে।     
 

সম্প্রতি বারকিং টাউন হলের সামনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন দলের নবনির্বাচিত লিডার জ‍্যাক পোলেনস্কি। উপস্থিত সবার সামনে কাউন্সিলর মঈন কাদেরীকে বারকিং এন্ড ডেগেনহাম গ্রীণ পার্টির লিডার ও ভিক্টোরিয়া হর্নবিকে ডেপুটি লিডার হিসেবে পরিচয় করিয়ে দেন ।  

img-7845-1.jpeg

এসময় জ‍্যাক বলেন, কিয়ার স্টারমার এখনো নানাভাবে ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছেন । আমরা শুরু থেকে গাজার মানুষের পক্ষে কথা বলছি। আমরা দ্রুত এই গণহত্যা বন্ধের দাবী জানাই।  

এদিকে এবিনিউজের কাছে কাউন্সিলর মঈন ও ফারুক আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে তারা গ্রীণ পার্টির হয়ে কমিউনিটির উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখতে পারবেন ।  


Share: