ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / বাংলাদেশ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

2025-09-28  AB NEWS UK  28 views
বাংলাদেশ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

 

লন্ডন সফররত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইস্ট লন্ডনের একটি রেস্তোরায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাবে আয়োজিত পৃথক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন তাঁরা।   


গিয়াস কাদের চৌধুরী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করে বলেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। ড. ইউনুস সরকারের হাতে নির্বাচন দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। দেশকে পরাজিত শক্তির হাত থেকে রক্ষা করতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে চট্টগ্রামের দুটি আসনের একটি থেকে তিনি নিজে এবং আরেকটি থেকে তাঁর ভাতিজা মরহুম সালাহ উদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী লড়বেন বলে ঘোষণা দেন।  

এদিকে কুমিল্লা-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। লন্ডনে ছাত্রবস্থায় নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার স্মৃতিচারণ করেন দেশের সিনিয়র এই আইনজীবী ।    
 

প্রেস কনফারেন্সে প্রেসক্লাবের প্রেসিডেন্ট শাকির হোসাইন, জেনারেল সেক্রেটারি তৌহিদুল করীম মুজাহিদ, ভাইস প্রেসিডেন্ট জুনায়েত রিয়াজ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, পাবলিকেশন সেক্রেটারি আব্দুল কাদের জিলানী, ক্লাব মেম্বার মো. মাসুদুর রহমান, সুষ্মিতা জেবিন আইঅন টেলিভিশনের ডাইরেক্টর সুজন বরুয়া, পিনাক রহমান ও লুৎফর রহমান লিখন অন‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন।  


Share: