ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / লন্ডন বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র সম্মাননা পেলেন শাকির

লন্ডন বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র সম্মাননা পেলেন শাকির

2025-05-04  Ab News  18 views
লন্ডন বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র সম্মাননা পেলেন শাকির

লন্ডন বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র সম্মাননা পেলেন এবিনিউজ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক শাকির হোসাইন।   
 

২৯ এপ্রিল বার্কিং টাউন হলে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ‍্য দিয়ে মেয়র কাউন্সিলর মঈন কাদেরী তাঁর হাতে সম্মাননা পত্র তুলে দেন ।  

এছাড়া ওই অনুষ্ঠানে    
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২৫ নাগরিককেও সম্মাননা জানানো হয়েছে । যারা সম্মাননা পেয়েছেন তাদের মধ্যে শাকির হোসাইন ছাড়াও  কিটন শিকদার, মীরা বড়ুয়া, সুজন বড়ুয়া,সাংবাদিক মনির হোসেন অন‍্যতম।   

এসময় মেয়র মঈন বলেন, বার্কিং এন্ড ডেগেনহ‍্যাম কাউন্সিলের বিভিন্ন কর্মকান্ডে যারা সবসময় বিনা বাক‍্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমরা সম্মান জানানোর জন‍্যে এই উদ্যোগ ।  

 

সম্মাননাপত্র গ্রহনের পর এবিনিউজ সম্পাদক শাকির হোসাইন বলেন, লন্ডনে এই মুহূর্তে যারা কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন তাদের মধ্যে মেয়র মঈন একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি । সকল সম্প্রদায়ের মানুষের সাথে তাঁর সুসম্পর্ক দৃষ্টান্ত হয়ে থাকবে ।  


Share: