ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / ইস্ট লন্ডনে সাবেক দুই মেয়রসহ তিন কাউন্সিলরের পদত্যাগ

ইস্ট লন্ডনে সাবেক দুই মেয়রসহ তিন কাউন্সিলরের পদত্যাগ

2025-09-13  Ab News  300 views
ইস্ট লন্ডনে সাবেক দুই মেয়রসহ তিন কাউন্সিলরের পদত্যাগ

 

যুক্তরাজ‍্যে রাজনীতিতে লেবার পার্টি শুধুমাত্র ফিলিস্তিন ইস্যুতে ব‍্যাপাক জনপ্রিয়তা হারিয়েছে । এছাড়া বেনেফিট ইস্যুতেও নাকাল হয়ে পড়েছে দলটি । সম্প্রতি এই ধাক্কা লেগেছে ইস্ট লন্ডনের রাজনীতিতেও। লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন বারকিং এন্ড ডাগেনহ্যামের সাবেক মেয়র ও তিনবারের কাউন্সিলর মইন কাদরী, সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর ফারুক চৌধুরী এবং ভিক্টোরিয়া হর্নবি। তাদের সঙ্গে এখন মোট চারজন কাউন্সিলর আর লেবার পার্টির সঙ্গে নেই। শুধু বারকিং এন্ড ডাগেনহ্যাম নয়, প্রতিবেশী বরো রেডব্রিজ, টাওয়ার হ্যামলেটস, নিউহ্যামসহ সমগ্র লন্ডন জুড়েই লেবার পার্টি ধীরে ধীরে জনসমর্থন হারাচ্ছে।  

 

এব‍্যাপারে এবিনিউজকে মইন কাদরী বলেন, “লেবার পার্টি আর জনগণের স্বার্থে কাজ করছে না। স্থানীয় ও জাতীয় পর্যায়ে মানুষের কণ্ঠকে উপেক্ষা করা হচ্ছে। বাসিন্দারা করের চাপ, খারাপ সেবাদান, আবাসন সমস্যা, কল্যাণ ভাতা কাটছাঁট এবং এনএইচএসের সংকটে ভুগছে। পাশাপাশি গাজা ইস্যু, অভিবাসননীতি ও সামাজিক নিরাপত্তাহীনতা মানুষকে ক্ষুব্ধ করেছে। এসব কারণেই মুলত দল ছাড়তে বাধ্য হয়েছি। তবে জনগনের পাশে থাকতে গ্রীণ পার্টিতে যোগ দিয়েছি । আশা করি আগামী দিনগুলোতে আমার কমিউনিটির সকলের সহযোগিতা পাবো।    
 

স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তবে আসন্ন নির্বাচনগুলোতে লেবার পার্টির জন্য আরও আসন হারানোর ঝুঁকি রয়েছে।  


Share: