ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / বাংলাদেশ প্রেসক্লাব ইউকে'র পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে'র পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

2025-02-07  Ab News  58 views
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে'র পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুক্তরাজ‍্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউকের ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

২৬ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ ওয়ার্ডওয়াইল্ড এর প্রধান সম্পাদক ও ক্লাবের চীফ পেট্রোন মোখলেসুর রহমান চৌধুরী। এসময় ক্লাবের আহবায়ক শাকির হোসাইন, সদস্য সচিব জুনায়েত রিয়াজ, স্ক্রটনী কমিটির সদস্য কামরুল আই রাসেল উপস্থিত ছিলেন।

৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যরা হলেন,মোহাম্মদ শাকির হোসাইন-আহবায়ক, জুনায়েত রিয়াজ- সদস্য সচিব, মাহবুবা জেবিন- যুগ্ম আহ্বায়ক, কামরুল ই রাসেল- যুগ্ম আহবায়ক, জাহাঙ্গীর হোসেন-যুগ্ম আহ্বায়ক, সদস্য রাজীব সাহা, কাজী হেমায়েত উদ্দিন মিশন, জুয়েল মজুমদার, রিয়াজ চৌধুরী, ড. আজিজুল আম্বিয়া, মাহবুব তোহা, সাজিদুল ইসলাম রানা, আজমির হাসান কনক, সাদ সোহেল, রাজিব হাসান, হাফসা ইসলাম, আহমদ সাদিক, আতাউর রহমান, মাহফুজুর রহমান, মীরা বড়ুয়া, শাহেদ শফিক, মারুফ আহমেদ, আবু বকর সিদ্দিক, মাহমুদুর রহমান মিলন, আব্দুল মুমিন ইমরান, আমিরুল ইসলাম, শাকিল আহমেদ সোহাগ, সোহেল আহমেদ পাপ্পু, শরীফ উদ্দিন তনু মিয়া, মো.মনির হোসেন,  মোঃ আব্দুল কাদের জিলানী।

আহবায়ক কমিটি ৩ মাসের মধ্যে সংগঠনের কার্যালয় স্থাপন, গঠনতন্ত্র প্রণয়ন ও একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।


Share: