ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / দাদাকে নিয়ে যা বললেন নাতনী

দাদাকে নিয়ে যা বললেন নাতনী

2025-09-11  Ab News  81 views

দাদা এম সাইফুর রহমানকে নিয়ে দেয়া নাতনী আমীরা রহমানের দেয়া বক্তব্যে আলোড়িত করে হলভর্তি অতিথিগণকে। দাদার সাথে নানা সুখময় মুহূর্তের পাশাপাশি সিলেট নিয়ে তার ভাবনা মন্ত্রমুগ্ধের মতো শোনেন প্রবাসীরা।  

লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, মরহুম এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে জনসমক্ষে প্রথম বক্তব্য রাখেন নাসের রহমান কন্যা আমীরা রহমান।  


 

magiceraser-250910-191928.jpeg

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইস্ট লন্ডনের বেথনাল গ্রীনের অট্রিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মরহুমের সন্তান এম নাসের রহমান। বাবার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু ও শেষের বিষয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করেন তিনি।    
 

সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্ব যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. অদুদ আলম, সাংগঠনিক সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী এবং প্রচার সম্পাদক রিয়াদ আহাদ। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা করেন দেলোয়ার হুসেন আহাদ।    
 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস এর প্রেসিডেন্ট ড. হাসনাত এম হুসেন এমবিই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক প্রেসিডেন্ট ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই, প্রফেসর শাহগির বখত ফারুক, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, মরহুমের নাতনী আমিরা রহমান প্রমুখ।  

অনুষ্ঠানে প্রদর্শিত হয় মরহুম এম সাইফুর রহমানের কর্মমুখর জীবনের উপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র সভাপতি শাকির হোসাইন, সিনিয়র সাংবাদিক ওলিউল্লাহ নোমান, জিআর সোহেল, আলাউর রহমান শাহিন, খালেদ মাসুদ রনি, আমিনুর ইসলাম সহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও কমিউনিটি সংগঠনের নেতারা।  

 


 


 


Share: