ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

2025-02-10  Ab News  30 views
সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল বিকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সাবের হোসেন ও বনানী থেকে আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। 
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলার প্রেক্ষিতেই রোববার বিকালে সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। ওই অভিযানেই তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে। তাদের দু’জনকেই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। তবে তাদেরকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


Share: