ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে লন্ডনে সেমিনার অনুষ্ঠিত

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে লন্ডনে সেমিনার অনুষ্ঠিত

2025-11-15  AB NEWS UK  61 views

মো মনির হোসেন;

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজতর করা এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে লন্ডনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।    
 

পলিসি ফর গুড গভরনেন্স ইউকের আয়োজনে শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।   

 

পলিসি ফর গুড গভরনেন্সের কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী।   

প্যানেল আলোচক হিসেবে ব্যরিস্টার মাহাবুবুর রহমান, ব্যরিস্টার মেহনাজ মান্নান এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন এবং নাজমুল হুদা সাগর নির্বাচন কমিশনের গৃহিত নানাবিষয় নিয়ে আলোকপাত করেন।   

আলোচকরা প্রবাসীদের ভোটাধিকার দিয়ে ভোটপ্রদান প্রক্রিয়া জটিল না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ।    
 

সেমিনারে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহাবুব তোহা, ব্যারিস্টার কানিশ ফাতেমা, রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া, সাইফুল ইসলাম মিরাজ, আরিজ আহমেদ, ব্যারিস্টার ইফতেখার রনি, ব্যারিস্টার ফয়সল আহমদ, ব্যবসায়ী ফারুক হোসেন, আলাউদ্দিন রাসেল, শেখ সোহেল মিয়া, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, জান্নাতুন নেসা চয়ন, লাভলী বেগম, শেখ মাঝহারুল ইসলাম সোহান, মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মো মনির হোসেন, ইফরাদ হোসেন, মাজেদুর রহমান রুনু, মো. সাইফুদ্দিন, মারুফ গিয়াস বাপ্পি, আমিনুল হাসান, মাকসুদুর রহমান, তুহিন মোল্লা, সাংবাদিকসহ অনেকেই।


Share: