ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / বাংলাদেশি মাছ ধরার ট্রলারে ‘মিয়ানমারের নৌবাহিনীর’ গুলিতে নিহত ১, আহত ২

বাংলাদেশি মাছ ধরার ট্রলারে ‘মিয়ানমারের নৌবাহিনীর’ গুলিতে নিহত ১, আহত ২

2025-02-10  Ab News  29 views
বাংলাদেশি মাছ ধরার ট্রলারে ‘মিয়ানমারের নৌবাহিনীর’ গুলিতে নিহত ১, আহত ২

 

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। মিয়ানমার নৌবাহিনী ৬০ জনসহ ৫টি মাছ ধরার ট্রলার আটকে রেখেছে বলে জানিয়েছেন জেলেরা।

নিহত ওই জেলে হলেন-শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে মো. ওসমান গনি। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে। আহত ২ জেলেও ওই একই ট্রলারের। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর আড়াইটায় সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার ট্রলারে নৌবাহিনী গুলি করে। এতে ১ জন নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া জেলেসহ ৫টি ট্রলার আটকে রেখেছে মিয়ানমার নৌবাহিনী।

ট্রলার মালিক সাইফুল বলেন, ‘সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর ৫টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে নিয়ে যায়। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান। এরপর আজ বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দিয়েছে। নিহত ও আহত জেলেদের নিয়ে ট্রলারটি দুপুর আড়াইটায় শাহপরীর দ্বীপে এসে পৌঁছে।’

ট্রলার মালিক মতিউর রহমান বলেন, ‘ধরে নিয়ে যাওয়া ট্রলার ও মাঝি-মাল্লাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিহতকে নিয়ে আসা ট্রলারের মাঝি জানিয়েছে, অন্যান্য ট্রলারসহ জেলেদের মিয়ানমারে আটকে রাখা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের শাহপরীর দ্বীপে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন’।


Share:

Tags: Latest News